রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন ট্রফি বসুন্ধরার ঘরে

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে আগেই শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। বাকি ছিল শুধু ট্রফি ঘরে তোলার আনুষ্ঠানিকতা। সেই স্বপ্নের ট্রফি হাতে নিয়ে উৎসবে মেতে উঠলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়নের ট্রফি ও তিন লাখ টাকার চেক বুঝিয়ে দেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। ট্রফি হাতে নিয়ে খেলোয়াড়দের সে কী উল্লাস। নতুন দল হিসেবে চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে এসে চ্যাম্পিয়ন হয়েই পেশাদার লিগে বসুন্ধরা কিংস। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। অভিজ্ঞ ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চনকে অধিনায়ক করে তারুণ্যদের প্রাধান্য দিয়েই দল গড়ে বসুন্ধরা কিংস। প্রতিটি ম্যাচে উজাড় করে খেলেছে পুরো দল। সাফল্যের ফসলও ঘরে তুলে নিয়েছে। ১৮ ম্যাচে সর্বোচ্চ ৩৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করে বসুন্ধরা কিংস। পুলিশকে হারিয়ে তিন ম্যাচ আগেই পেশাদার লিগ খেলা নিশ্চিত করে। অগ্রণী ব্যাংককে হারিয়ে আবার এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় বসুন্ধরা কিংস। যোগ্য দল যোগ্যতার পুরস্কার পেয়েছে। এ কথা বলেই সালাম মুর্শেদী চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন বসুন্ধরা কিংস দেশের ফুটবল উন্নয়নে কাজ করবে। ক্লাব সভাপতি ইমরুল হাসানসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসুন্ধরা কিংস ও বাফুফে অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর