শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
এস কে সিনহার পদত্যাগ

এখনো বঙ্গভবনের নির্দেশনা পায়নি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

এখনো বঙ্গভবনের নির্দেশনা পায়নি মন্ত্রণালয়

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) পদত্যাগ-পরবর্তী পদক্ষেপসংক্রান্ত কোনো নির্দেশনা বঙ্গভবন থেকে পায়নি আইন মন্ত্রণালয়। তবে বঙ্গভবনের নির্দেশ পাওয়ামাত্রই মন্ত্রণালয় গেজেট প্রকাশের ফাইল বিজি প্রেসে পাঠাবে বলে জানা গেছে। তবে তার আগে প্রধান বিচারপতির পদত্যাগপত্রটি জনসমক্ষে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়ের একটি সূত্র। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এস কে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবন থেকে এখনো আইন মন্ত্রণালয়ে আসেনি।

জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করে নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই এ বিষয়ে কোনো কিছু হলে একমাত্র আইনমন্ত্রী নিজেই বলবেন। তবে গতকাল পর্যন্ত বঙ্গভবন থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। কিন্তু গেজেট প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে মন্ত্রণালয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার জানিয়েছিলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করায় দেশের বিচার বিভাগ ভারমুক্ত হয়েছে। নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচরাপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে যাবেন।

সর্বশেষ খবর