শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

গুগল ডুডলে হুমায়ূন-হিমু

প্রতিদিন ডেস্ক

গুগল ডুডলে হুমায়ূন-হিমু

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। লেখকের ৬৯তম বছরপূর্তি উপলক্ষে সোমবার রাতে গুগল তার ডুডলে পরিবর্তন আনে। রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই হুমায়ূন আহমেদকে  নিয়ে তৈরি বিশেষ ডুডলটি দেখা যায়। ডুডলের ছবিতে দেখা যায়, বনে ঘেরা সবুজ পরিবেশে টেবিল পেতে নীল জামা গায়ে একজন বই পড়ছেন। আর হলুদ পাঞ্জাবি গায়ে চড়িয়ে একজন হেঁটে তার দিকেই যাচ্ছেন। এর মধ্য দিয়ে গুগল লেখক হুমায়ূন ও তার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে অন্যতম হিমু চরিত্রকে উপস্থাপন করে। গুগল তার ডুডলে পরিবর্তন এনে বছরজুড়েই আলোচিত বিভিন্ন বিষয় ও ব্যক্তিদের সম্মান জানায়। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুইশর বেশি বই লিখেছেন। এগুলোর বেশিরভাগই ছিল বেস্ট সেলার। আর এগুলোর মধ্য থেকেই পরে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর