শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রংপুরে হামলায় সুষমা স্বরাজের উদ্বেগ

কলকাতা প্রতিনিধি

রংপুরে হামলায় সুষমা স্বরাজের উদ্বেগ

একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের রংপুরে হিন্দুদের ওপর হামলা, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ওই হামলায় যাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, বাংলাদেশ সরকার তাদের ক্ষতিপূরণ দেবে বলেও নিশ্চিত করেছেন সুষমা। রবিবার টুইটারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজেই একথা জানিয়ে লেখেন, ‘ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে আমরা বিস্তারিত তথ্য পেয়েছি। বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে ভারতীয় হাইকমিশনারকে আশ্বাস দেওয়া হয়েছে, ওই হামলায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে’। উল্লেখ্য, ফেসবুকে কথিত একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ১০ নভেম্বর দুপুরের দিকে ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রংপুর জেলার ঠাকুরপাড়া গ্রামে হিন্দুদের বাড়িতে গৃহস্থালী জিনিস, গরু, ছাগল লুটপাট করা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দেওয়া আগুনে গ্রামের ৩০টিরও বেশি হিন্দু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। লুটপাটের একপর্যায়ে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে প্রাণ হারান এক ব্যক্তি। ওই ঘটনার খবর জানার পরই এদিন ট্যুইটারে মুখ খোলেন সুষমা স্বরাজ। ঢাকার ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান সুষমা।

সর্বশেষ খবর