মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিটি নির্বাচনে প্রার্থিতার ইচ্ছা নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সিটি নির্বাচনে প্রার্থিতার ইচ্ছা নেই

আগামী বছরের মাঝামাঝি হতে পারে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন। ওই নির্বাচনে মিজানুর রহমান মিনু বা শফিকুল হক মিলন নয়, দলের প্রার্থী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এমনটা জানিয়েছেন। মিনু বলেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। বিএনপি থেকে আগামী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন নগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। দলীয়ভাবে এমন সিদ্ধান্ত নেওয়া আছে। আমি প্রার্থী হতে পারি এমন কথা বলা হচ্ছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নতুন কমিটি হলে সেখানে নেতা-কর্মীদের মান-অভিমান থাকে। এখন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে গেলে দলের মনোনয়নে এমপি নির্বাচন করার ইচ্ছা আছে। নগর বিএনপি সভাপতি ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আগেই কেন্দ্র থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, গত নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে ফল আরও ভালো হবে। বুলবুলই আমাদের প্রার্থী।

সর্বশেষ খবর