শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইরাক-ইরানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৪১৬

প্রতিদিন ডেস্ক

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইরাক-ইরান সীমান্তের বিস্তীর্ণ এলাকা। রবিবার  রাতের এই কম্পনে শুধু ইরানেই প্রাণ হারিয়েছেন ৪০৭ জন। আহত কমপক্ষে ৬ হাজার ৩০০। অপর দিকে ইরাকে মৃতের সংখ্যা ৯ বলে জানিয়েছে বিবিসি। দেশটিতে অন্তত ৫০০ জন আহত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পূর্ব ইরাকের হালাবজা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩। ভূমিকম্পটির সৃষ্টি হয় ৩৩.৯ কিলোমিটার গভীরে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনের তরফে ৩৫টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ৯টা ১৮ মিনিট (বাংলাদেশ সময় সোমবার বিকাল ৪টার দিকে) আঘাত হানে। ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী কুয়েত ও ইসরায়েলেও তা অনুভূত হয়েছে। ইরানের কারমানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর মুজতবা নিক্কারদার বিবিসিকে বলেন, ‘এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কারমানশাহ প্রদেশে। কর্তৃপক্ষ প্রদেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছে। ইরাকি সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার দূরে কারমানশাহের সারপোল-ই জাহাব জেলায় ২৩৬ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এখানকার প্রধান হাসপাতালটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত শত শত মানুষকে চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। ভূমিকম্পে এখানকার কয়েকটি গ্রামে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এতে বলা হয়েছে। গ্রামগুলোতে স্থানীয়ভাবে তৈরি করা ইটের বাড়িগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। বিবিসি, এএফপি, আল-জাজিরা

সর্বশেষ খবর