সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে গতকাল রবিবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। একই সঙ্গে আগামী ২ ডিসেম্বর শনিবার বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান।

সভায় জানানো হয়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৯ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২ ডিসেম্বর শনিবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

 

সর্বশেষ খবর