সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে বিএনপি জোটে জামায়াত থাকবে : ফখরুল

নীলফামারী ও লালমনিরহাট প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে জোটে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাট যাওয়ার পথে গতকাল সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগামী  নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে জামায়াতের থাকা না থাকা নিয়ে প্রশ্ন করলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের জোট অটুট রয়েছে। এখনো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। তাই আগামী নির্বাচনে তারা আমাদের সঙ্গে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে।’ দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজারে বাইসাইকেল র‍্যালির উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় দলের সাবেক ফুটবলার বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদ  চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ হালিম প্রমুখ। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিকাল ৩টায় শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেবেন বিএনপি মহাসচিব। ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে জনসমাগমের নানা পদক্ষেপের সমালোচনাও করেন তিনি।

লালমনিরহাটে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না। তাই একদলীয়ভাবে নির্বাচনের বিভিন্ন ফন্দি চালাচ্ছে। কিন্তু বিএনপিহীন নির্বাচন দেশের জনগণ ও বিশ্ববাসী মানবেন না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।’

সর্বশেষ খবর