সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডিসেম্বরে কংগ্রেসের প্রধান রাহুল

ডিসেম্বরে কংগ্রেসের প্রধান রাহুল

কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর নেতৃত্বের পথ প্রশস্ত করতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধী। আর এই বৈঠক হচ্ছে আজ সকাল সাড়ে ১০টায়। এতে অংশ নেবেন ওয়ার্কিং কমিটির ২৫ জন শীর্ষ নেতা। আর এ বৈঠকেই দলীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। আগামী ৯ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগে নরেন্দ্র মোদির মোকাবিলায় রাহুলকে দলীয় প্রধান করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে নির্বাচন কমিশনের বর্ধিত সময়সীমা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যেই দলটিকে সাংগঠনিক সব নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ সভাপতি পদে আগ্রহীদের আগামী সপ্তাহের মধ্যে আবেদনপত্র জমাদান এবং এক ডিসেম্বরের মধ্যে মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণের পরামর্শ দিয়েছে। এরপর প্রয়োজনে ৮ ডিসেম্বর সভাপতি নির্বাচন আয়োজন করার কথা হবে বলে দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন কংগ্রেস নেতা জনার্ধান দ্বীবেদি। নেতাদের বক্তব্য, সাধারণভাবে ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে দিন দশেক সময় লাগে। তিনি জানান, ‘যদি আর কোনো প্রার্থী সভাপতি পদে না লড়েন, তা হলে নাম প্রত্যাহারের শেষ দিনেই নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে।’ সভাপতি পদের জন্য রাহুল ছাড়া এখনো পর্যন্ত অন্য কারও নাম দেওয়ার সম্ভাবনাই নেই বলে কংগ্রেস সূত্রের খবর। ফলে সেই মোতাবেকই ওয়ার্কিং কমিটি ভোট প্রক্রিয়ার সময় স্থির করবে। এনডিটিভি।

 

সর্বশেষ খবর