সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংখ্যালঘু হামলার প্রভাব পড়বে না রংপুরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সংখ্যালঘু হামলার প্রভাব পড়বে না রংপুরে

রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আশঙ্কার কিছু দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, স্থানীয় সরকারের এ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি ও ভোটারদের জন্য নির্বিঘ্নে ভোট দেওয়ার সব ব্যবস্থাই তারা নিচ্ছেন। সংখ্যালঘু হামলার প্রভাব পড়বে না রংপুরে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। কে এম নূরুল হুদা বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে বাসায় ফিরে যেতে পারেন এবং সব প্রার্থী যাতে তাদের নির্বাচনী প্রচার চালাতে পারেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি বলেছে, আগামী বছরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রংপুর সিটি নির্বাচনকে তারা ইসির জন্য ‘অ্যাসিড টেস্ট’ হিসেবে দেখছে। বিএনপির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে ইসি—এমন প্রশ্নে সিইসি বলেন, ‘কারও প্রত্যাশা পূরণ নয়, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। এখানে সবার সমান সুযোগ নিশ্চিত করা হবে। এখানে বিএনপিসহ অন্য দলগুলোর আশঙ্কার কিছু নেই।’ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘সংখ্যালঘুরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’ সিইসি জানান, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি ভোটের নিরাপত্তায় রংপুরে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে তিন হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবে।

জঙ্গি হামলার শঙ্কা নেই তবু সতর্কতা : জঙ্গি হামলার বিষয়ে সিইসি বলেন, এ রকম হামলার আশঙ্কা তো সব সময় মাথায় থাকে। যে কোনো সময় যে কোনো স্থানে এ রকম হতে পারে। যখন ঘটবে তখন দেখা যাবে। তিনি বলেন, কুমিল্লায় সিটি নির্বাচনে এক রকম হয়েছে, রংপুর সিটিতে অন্য রকম হতে পারে, আবার নাও হতে পারে। যে রকম অবস্থা হবে, তেমন ব্যবস্থা নেওয়া যাবে। বৈঠক সূত্রে জানা গেছে, রংপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কোনো ধরনের পরিকল্পনা নেই ইসির। বৈঠকে অংশ নেওয়া রংপুর অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। কোনো ধরনের শঙ্কা নেই। ওই বক্তব্যের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা বলেন, নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, তবু যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

 

সর্বশেষ খবর