মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

গেইল ম্যাককালাম ঝড় তুললেন

ক্রীড়া প্রতিবেদক

ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে ঝড় উঠল অবশেষে। ব্যাট হাসল দুজনের। রান করলেন ক্রিকেটের দুই ফেরিওয়ালা। হাফ ছেড়ে বাঁচলেন ক্রিকেটপ্রেমীরা। তাতে বড়সড় স্কোরও গড়ল রংপুর রাইডার্স। অবশ্য দুই হার্টহিটার ব্যাটসম্যানের ব্যাটিং লড়াইয়ে সফল ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল। খেললেন হাফসেঞ্চুরির ইনিংস। ম্যাককালামের ইনিংসটি হাফসেঞ্চুরির না হলেও চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন ঠিকই। সিলেট সিক্সার্সের বোলারদের সাধারণমানে নামিয়ে দুই ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়েছেন ৮টি। যার ৫টি গেইলের এবং বাকি তিনটি ম্যাককালামের। বিপিএলের পঞ্চম আসরে গতকাল প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষে উঠতে কুমিল্লাকে নেতৃত্ব দিয়েছেন দুই পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি ও শোয়েব মালিক। দিনের প্রথম ম্যাচে হাসানের বিধ্বংসী বোলিংয়ে ঢাকা ১৮.৩ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায়। বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে মাত্র দুজন ব্যাটসম্যান সুনিল নারাইন ও কুমার সাঙ্গাকারা দুই অংকের রান করেছেন। ওপেন করতে নেমে নারাইন ৭৬ রানের ইনিংস খেলেন মাত্র ৪৫ বলে ৫ ছক্কা ও ৭ চারে। সাঙ্গাকারার ব্যাট থেকে বেরোয়ে ২৮ রান। হাসান আলি তিন স্পেলে বোলিং করে মাত্র ২০ রানের খরচে তুলে নেন ঢাকার ৫টি উইকেট। আশ্চর্য হলেও সত্যি, সবগুলো উইকেটই ছিল ইয়র্কারে বোল্ড। ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে ২ বল হাতে রেখে টানা পঞ্চম জয় তুলে নেয় কুমিল্লা। বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নদের জয় পেতে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে। গতকাল ঢাকা খেলতে নামে দুই বিধ্বংসী ওপেনার এভিন লুইস ও শহীদ আফ্রিদিকে ছাড়া। ফ্লাডলাইটের আলোয় প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে রংপুর রাইডার্স। ম্যাককালাম ও গেইল ওপেন করে ৮.৪ ওভারে ৮০ রানের ভিত দেন। ম্যাককালাম ৩৩ রান করেন মাত্র ২১ বলে ৩ চার ও ৩ ছক্কায়। গেইল ৫০ রানের ইনিংস খেলেন ৩৯ বলে ২ চার ও ৫ ছক্কায়। শেষ দিকে ‘মি.ডিপেন্ডেবল’ রবি বোপার ব্যাট থেকে বেরোয় ১২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস।

সর্বশেষ খবর