মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

উল্টো পথে এবার এমপির গাড়ি, পুলিশই পড়ল রোষানলে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শান্তিনগর মোড় থেকে বেইলি রোডে ঢুকতেই সিলেট-৫ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিনের গাড়ি আটকালেন ট্রাফিক পুলিশের এক সদস্য। কারণ গাড়িটি উল্টো পথে বেইলি রোডে প্রবেশ করছিল। গাড়িতে ‘সংসদ সদস্য’ স্টিকার দেখার পরও পথরোধ করায় ক্ষুব্ধ হয়ে এমপি নিজেই গাড়ি থেকে নেমে আসেন। কিন্তু উপস্থিত পথচারীরা মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করতে শুরু করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করেন এমপি। কালো ল্যান্ড ক্রুজারের ওই গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ঘ ১৫-০০০৩। পথচারীদের মোবাইল ফোন থেকে ‘ট্রাফিক এলার্ট’ নামে একটি ফেসবুক গ্রুপে ধারণ করা সেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে ট্রাফিক পুলিশের রমনা জোনের এসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, রবিবার সন্ধ্যায় সিলেট-৫ আসনের এমপি সেলিম উদ্দিনের গাড়িটি উল্টো পথে শান্তিনগর মোড় দিয়ে বেইলি রোডের দিকে যাচ্ছিল। পরে ট্রাফিক পুলিশের কর্মরতরা গাড়িটি ঘুরিয়ে দেন।

সর্বশেষ খবর