মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগ সংখ্যালঘুর নিরাপত্তা দিতে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আওয়ামী লীগ সংখ্যালঘুর নিরাপত্তা দিতে ব্যর্থ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই এ দেশে হিন্দুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হিন্দুদের ওপর সবচেয়ে বেশি আঘাত এসেছে। তাদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গতকাল সকালে রংপুরের ঠাকুরপাড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়িঘর ঘুরে দেখে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুলের রবিবার রংপুরে আসার কথা থাকলেও পরে তিনি কর্মসূচিতে পরিবর্তন আনেন। বিএনপি মহাসচিব বলেন, রবিবার আমি এখানে আসিনি রাজনৈতিক শিষ্টাচারের কারণে। যেহেতু এখানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সমাবেশ ছিল, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসবেন, এটা জানতে পেরে আমি এখানে আসিনি। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, আমার না আসার ঘটনা নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এটা আশা করিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুসহ জেলা ও মহানগর নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। পরে তিনি ঠাকুরপাড়ায় হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং শাড়ি-লুঙ্গি প্রদান করেন। এ ছাড়া তিনি হামলার দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হাবিবুর রহমানের বাড়িতে যান। তিনি নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা সবাই একই বন্ধনে বসবাস করি।

 

সর্বশেষ খবর