বুধবার, ২২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
উপদেষ্টাদের খালেদা জিয়া

নির্বাচনের পাশাপাশি নিন আন্দোলনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল গুলশানে তার কার্যালয়ে রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক চলে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন তার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের কাছ থেকে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি আগামী নির্বাচনে দলের করণীয় নিয়েও খোলামেলা মত নেন। সবশেষে তিনি উপদেষ্টাদের বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচনকালীন সংসদ ভেঙে দিতে হবে। শেখ হাসিনাকে রেখে কোনো নির্বাচন নয়। এজন্য নির্বাচনের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াতে হবে। আমি নিজেও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করব। সবাইকে সংগঠনের শৃঙ্খলা মেনে চলতে হবে। বৈঠকে অংশ নেওয়া একাধিক উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিন মাস চিকিৎসা শেষে ১৮ অক্টোবর লন্ডন থেকে দেশে ফেরার পর সিরিজ বৈঠকের অংশ হিসেবে দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও ২০-দলীয় জোটের সঙ্গেও বসেন বিএনপি-প্রধান। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে নেতারা জানান। ৭৬ সদস্যের উপদেষ্টা কাউন্সিলের মধ্যে তিনজন যথাক্রমে হারুনার রশীদ মুন্নু, ফজলুর রহমান পটল ও আখতার হামিদ সিদ্দিকী মারা গেছেন। বৈঠকে উপদেষ্টা কাউন্সিলের ৫৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উকিল আবদুস সাত্তার, লুত্ফর রহমান খান আজাদ, সাবিহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, আবুল খায়ের ভুঁইয়া, গাজী মাজহারুল আনোয়ার, আ ন হ আখতার হোসেন, মাজেদুল ইসলাম, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদিন ভিপি জয়নাল, মনিরুল হক চৌধুরী, মেজর (অব.) কামরুল ইসলাম, সৈয়দ মেহেদি আহমেদ রুমি, এম এ কাইয়ুম, জহুরুল ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, আবদুর রশিদ, হায়দার আলী, জিয়াউর রহমান খান, তাজমেরী এস ইসলাম, শাহিদা রফিক, গোলাম আকবর খোন্দকার, কাজী আসাদ, কবির মুরাদ, অধ্যাপক শাহজাহান মিয়া, একরামুজ্জামান, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নজমুল হক নান্নু, তাহমিনা রুশদীর লুনা, এনামুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম, সুকোমল বড়ুয়া, বিজনকান্তি সরকার, আবদুল হক, তৈমূর আলম খন্দকার, কামরুল মুনির, বোরহান উদ্দিন, আবদুল বায়েছ ভুঁইয়া, আবদুস সালাম, শাহজাদা মিয়া, এস এম ফজলুল হক, এম এ লতিফ, আবদুল কুদ্দুস, আবদুল মান্নান তালুকদার, ফরহাদ হালিম ডোনার, খন্দকার মুক্তাদির আহমেদ, মামুন আহমেদ, সৈয়দ শামসুল আলম, হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর