বুধবার, ২২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতিবাজরা আগের চেয়ে সক্রিয়

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবাজরা আগের চেয়ে সক্রিয়

ড. মো. ফরাসউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দুর্নীতিবাজরা আগের চেয়ে এখন অনেক বেশি সক্রিয়। সমাজের বড় একটি অংশ দুর্নীতিবাজ হলে দুদকের পক্ষে একা তাদের দমন করাও সম্ভব নয়। দুদক বড় বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি। দুর্নীতি প্রতিরোধে সমাজে ঢেউ তুলতে হবে। আমাদের মনে রাখা দরকার, দুর্নীতি ভালো জিনিস নয়। তাই এটা রুখতে হবে। ড. ফরাসউদ্দিন গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। এর আগে সকাল ৯টায় কমিশন কার্যালয়ের সামনে পতাকা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন কমিশনের দুই কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম এবং দুদক সচিব শামসুল আরেফিন। ড. ফরাসউদ্দিন বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য একটা পরিমণ্ডল প্রয়োজন। বিচার-আচার করে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। বর্তমান দুর্নীতি দমন কমিশন কিছু ভালো কাজ করছে। তিনি সুশীলসমাজ ও মিডিয়াকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। মোবাইল ব্যাংকিংয়ের সমালোচনা করে ড. ফরাসউদ্দিন বলেন, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছাড়া বাজার অর্থনীতিতে গেলে প্রবৃদ্ধি হবে। বাণিজ্য ও শিল্পেও প্রবৃদ্ধি বাড়বে। কিন্তু চুরি-ডাকাতি বাড়বে। দুর্নীতি বাড়বে। বাংলাদেশেও তাই হয়েছে। বাজার অর্থনীতিতে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতিবাজ-লুটেরারা অনেক বেশি সক্রিয় হয়েছে। কারণ হলো ওই যে পরিমণ্ডল। যদি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছাড়া টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে চলে যান তাহলে মোবাইল ফান্ড ট্রান্সফার হবে। যাকে বলা হয় মোবাইল ব্যাংকিং। আমি তীব্র ভাষায় এর নিন্দা করি। ধিক্কার জানাই। আমি এর সমালোচনা করি।  সভাপতির ভাষণে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদকের সাম্প্রতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের আস্থা বেড়েছে। এ ছাড়া দুদকের হটলাইন ১০৬ সেবা দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনে সব প্রার্থীকে তার সম্পদের বিবরণ দাখিল করতে হবে। নইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক।

সর্বশেষ খবর