বুধবার, ২২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রংপুর রাইডার্সের রুদ্ধশ্বাস জয়

মেজবাহ্-উল-হক

স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। রংপুর রাইডার্সের বোলার থিসারা পেরেরা প্রথম দুই বল ডট করলেন। তৃতীয় বলেই স্কোয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা হাঁকালেন কাইরন পোলার্ড। বল গিয়ে পড়ে পূর্ব পাশের গ্যালারিতে। ছক্কার সঙ্গে সঙ্গে গর্জে ওঠেন ঢাকার সমর্থকরা। ৩ বলে দরকার ৪ রান। নন-স্ট্রাইকিং প্রান্তে স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় চতুর্থ সিঙ্গেল নেননি পোলার্ড। কিন্তু পঞ্চম বলে পোলার্ডের স্টাম্প উড়িয়ে দিলেন পেরেরা। শেষ বলে ঢাকার দরকার ছিল ৪ রান! জয়ের পাল্লা তখন ঝুঁকে পড়েছে রাইডার্সের দিকে। উত্তেজনায় দর্শকের দম বন্ধ হওয়ার দশা। সব উত্তেজনা শেষ করে দিলেন পেরেরা শেষ বলে স্ট্যাম্প উড়িয়ে দিয়ে। ৩ রানের এক নাটকীয় জয় পেল রংপুর রাইডার্স। উত্তরাঞ্চলের দলটির টানা দ্বিতীয় জয় এটি। কালকের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল লাসিথ মালিঙ্গার করা ১৯তম ওভারটি। তখন দুই ওভারে ডায়নামাইটসের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু মালিঙ্গা ৩ রানের বেশি দেননি। তারপর শেষ ওভারের নাটক। মাশরাফির কৌশলের কাছে হেরে গেলেন সাকিব। এমন অবিশ্বাস্য জয়ে রংপুর রাইডার্সের আত্মবিশ্বাসও বেড়ে গেল। কালকের ম্যাচে ক্রিস গেইল তার নামের সার্থকতা আরেকবার বুঝিয়ে দিয়েছেন। ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে রংপুর রাইডার্সের এই ক্যারিবীয় তারকা মাত্র ২৮ বলে খেলেছেন ৫১ রানের ঝড়ো ইনিংস। গেইল ঝড়ের পরই মিরপুরে শুরু হয় সাকিব আল হাসানের তাণ্ডব। বিশ্বসেরা অলরাউন্ডার মাত্র ১৬ রানে নিয়েছেন ৫ উইকেট। এই আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার এটি। সাকিবের দাপুটে বোলিংয়ে শেষ পর্যন্ত মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় রাইডার্সের ইনিংস। গেইল যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ওভারপ্রতি রংপুরের রানের গড় ছিল দশের ওপরে। মনে হচ্ছিল, দুই শতাধিক রানের স্কোর যেন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ক্যারিবীয় তারকা আউটের পর পথ হারিয়ে ফেলে রংপুর। সাকিব আল হাসানের সামনে দাঁড়াতেই পারেননি রংপুরের পরের ব্যাটসম্যানরা। শেষ ৫ ওভারে রংপুরের ব্যাটিং ছিল খুবই হতাশাজনক। টি-২০-তে শেষের ৩ ওভারে যেখানে গড়ে পঞ্চাশের বেশি রান হয় সেখানে রাইডার্স করেছে মাত্র ২১। হারাতে হয় ৫ উইকেট। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে ১৪২ রানেই আটকে যায় রংপুর। তারপরও বোলারদের জাদুতে জিতে যায় রংপুর। কাল দিনের প্রথম ম্যাচটিও ছিল শ্বাসরুদ্ধকর। আরিফুল হকের সাইক্লোন ব্যাটিংয়ে রাজশাহী কিংসকে ২ উইকেটে হারিয়েছে খুলনা টাইটানস।

সর্বশেষ খবর