শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দাম বাড়ল বিদ্যুতের

গ্রাহকদের গড়ে ৩৫ পয়সা বৃদ্ধি, কার্যকর ডিসেম্বরে হরতাল ডেকেছে বামদল

নিজস্ব প্রতিবেদক

গ্রাহক পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এতে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রতি মাসে বাড়তি টাকা গুনতে হবে। ডিসেম্বর মাস থেকে বিদ্যুতের নতুন এ হার কার্যকর করা হবে। তবে খুচরা পর্যায়ে দাম বাড়ানো হলেও পাইকারি পর্যায়ে বাড়ছে না। পাইকারি পর্যায়ে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে নতুন করে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি করা হলো। ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়বে ৩৫ পয়সা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির এ ঘোষণা আসে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম এবং এর সদস্যরা। এবারই প্রথম বিতরণ লাইনভেদে দামের পার্থক্য করা হয়েছে। যারা উচ্চ ক্ষমতার লাইন থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বেশি বৃদ্ধি করা হয়েছে। আর যারা কম ক্ষমতার বিতরণ লাইন থেকে বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের তুলনামূলক কম বৃদ্ধি পেয়েছে। আবার উচ্চ ক্ষমতার বিতরণ লাইন থেকে যারা বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের লাইফ লাইন বিদ্যুৎ দেওয়া হবে না। কম বিদ্যুৎ ব্যবহার করলেও তাদের উচ্চহারে তা শোধ করতে হবে। নতুন ঘোষণা অনুযায়ী, আবাসিক গ্রাহকদের যারা ৫০ ইউনিটের কম ব্যবহার করেন তাদের ইউনিটপ্রতি দাম পড়বে তিন টাকা ৫০ পয়সা। এরপর ৭৫ ইউনিট পর্যন্ত চার টাকা। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৫ টাকা ৪৫ পয়সা। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৫ টাকা ৭০ পয়সা। ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ২ পয়সা। ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ৯ টাকা ৩০ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহার করলে ১০ টাকা ৭০ পয়সা করে দিতে হবে। সব গ্রাহককে এর সঙ্গে ২৫ টাকা করে ডিমান্ড চার্জ দিতে হবে। এটি কম ক্ষমতার ২৩০ ভোল্ট বিতরণ লাইন থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, এবার দরিদ্র গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হবে। এত দিন এই গ্রাহকদের ন্যূনতম বিল (মিনিমাম চার্জ) দিতে হতো। কিন্তু সেটি আর থাকছে না। মিনিমাম চার্জ তুলে দেওয়ার ফলে ৩০ লাখ দরিদ্র গ্রাহক উপকৃত হবেন। আর সাত লাখ লাইফ লাইন গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের মূল্য কিছুটা বৃদ্ধি পাবে।

৩০ নভেম্বর বাম দলের হরতাল : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে কয়েকটি বাম দল ও জোট। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে। গতকাল বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর বিকালে এই হরতালের ডাক দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা। অন্যদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘটনার কঠোর সমালোচনা করেছে বিভিন্ন মহল। তাদের মতে, এই দাম বৃদ্ধি অনৈতিক এবং দাম বৃদ্ধির সিদ্ধান্তে গণশুনানি অকার্যকর ও অর্থহীন প্রমাণিত হয়েছে। হরতালে সমর্থন দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর