শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আবদুল হাই বাচ্চুকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

আবদুল হাই বাচ্চুকে দুদকে তলব

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ তার নেতৃত্বাধীন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আগামী ৪ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে চার বছর ধরে চলা অনুসন্ধানের একপর্যায়ে চেয়ারম্যানকে তলব করল সংস্থাটি। গতকাল দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।

জানা গেছে, প্রথম দফায় বুধবার বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি উচ্চপর্যায়ের টিম। তারা হলেন পরিচালনা পর্ষদের সাবেক সদস্য বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন্নাহার। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর টানা তিন দিন ৫৬টি মামলা করে দুদকের অনুসন্ধান দল। মামলায় ২ হাজার ৬৫ কোটি টাকা অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় আসামি করা হয় ১৫৬ জনকে। তবে এসব মামলায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি। দুদকের মামলার এজাহারে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো সম্পৃক্ততা দুদকের অনুসন্ধানে আসেনি। তবে তদন্তকালে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে জড়িতদের পরবর্তী সময়ে আসামি করা হবে। মামলার আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা রয়েছেন ২৬ জন। বাকি ১৩০ জন ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

সর্বশেষ খবর