শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাঁচ বখাটের নির্মম কাণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাবা ও চাচাকে পিটিয়ে আহত করেছে রিয়াদ হোসেন (২৭) নামে এক বখাটে ও তার চার সহযোগী। হামলায় আহত স্কুলছাত্রীর বাবা ও চাচা বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওই ছাত্রী চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

মেয়ের বাবার সঙ্গে কথা বলে জানা যায়, তিন মাস আগে থেকে লক্ষ্মীপুরা গ্রামের কালু মিয়ার ছেলে রিয়াদ হোসেন নানার বাড়িতে থেকে মেয়েকে উত্ত্যক্ত করত। কিছু দিন আগে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বখাটে রিয়াদ মোবাইল ফোনের ক্যামেরায় তার ছবি তোলে। বিষয়টি বাসায় গিয়ে অভিভাবকদের জানালে রিয়াদের কাছে ছবি তোলার কারণ জানতে চান তারা। এতে রিয়াদ তাদের সঙ্গে অশোভন আচরণ করে। তাত্ক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে রিয়াদের মোবাইলে মেয়েটির ছবি পাওয়া যায়। সেবার ক্ষমা চাওয়ায় তাকে মাফ করে দেওয়া হয়। এ ঘটনার রেশ ধরে বুধবার দুপুরে মেয়ের চাচাকে বাড়ি ফেরার পথে রিয়াদ ও চার সহযোগী পথরোধ করে  হকিস্টিক ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে মেয়ের বাবা ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে বখাটেরা। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা শিকার করে জানান, আসামি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর