শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

২৮০০ কোটি টাকা দিলেই ডেসটিনির দুই কর্মকর্তার জামিন

নিজস্ব প্রতিবেদক

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিনের আদেশ সংশোধনের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। গতকাল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে ডেসটিনির ওই দুই শীর্ষ কর্মকর্তাকে জামিনে মুক্তির জন্য ২ হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে বলে আইনজীবীরা জানিয়েছেন। হাই কোর্ট জামিন দেওয়ার পর আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে। পরে আপিল বিভাগ টাকা জমা দেওয়ার শর্তসাপেক্ষে জামিন দেয়। ডেসটিনির ওই দুই শীর্ষ কর্মকর্তা সেই শর্ত সংশোধন চেয়ে আবেদন করেছিলেন। আপিল বিভাগ তা নাকচ করেছে। ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটি ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্য থেকে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করা হয়।

গত বছরের ২০ জুুলাই হাই কোর্টে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন জামিন পেলে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তা স্থগিত করে আপিল বিভাগ।

সর্বশেষ খবর