শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স

লালমনিরহাট প্রতিনিধি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স

জঙ্গিবাদ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বদাই জিরো টলারেন্স নীতিতে আছে। কেউ অপরাধ করে ছাড় পাবে না। দেশে জঙ্গিবাদ শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। পুলিশ বাহিনী জঙ্গি-সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নবনির্মিত থানা ভবন উদ্বোধনকালে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এসব কথা বলেন। উন্নয়নের ধারা গতিশীল রাখতে ও দেশের মানুষের সার্বিক নিরাপত্তায় সরকার সব সময় সচেষ্ট রয়েছে। নিরাপত্তা রক্ষায় পুলিশের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশের কেউ দুষ্কর্ম করলে আইনের আওতায় আনা হচ্ছে। কেউ রেহাই পাবে না। থানা ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ২০০৮ সালের আগে দেশের অবস্থা কী ছিল, আপনারা তা ভালো করেই জানেন। দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে জাতিকে লজ্জায় ডুবানো হয়েছিল।

সর্বশেষ খবর