শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সরানোর পরিকল্পনা

প্রতিদিন ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সরানোর পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে ফেলার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। তার জায়গায় আসতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক মাইক পম্পেও। গতকাল জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। সিআইএ পরিচালক পম্পেওর স্থলে আসতে পারেন আরকানসা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টম কটন। কর্মকর্তারা বলছেন, কটন এ বিষয়ে তার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন কি না তা স্পষ্ট হয়নি। বলা হয়ে থাকে, ট্রাম্পের সঙ্গে টিলারসনের সম্পর্ক তিক্ততার পর্যায়ে রয়েছে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনে আগ্রহী ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন এফ কেলি পরিবর্তন পরিকল্পনা নিয়ে কাজ করেছেন এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জন এফ কেলির পরিকল্পনা অনুযায়ী জাতীয় নিরাপত্তা দলের রূপান্তর এ বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতেই হয়ে যেতে পারে।

সর্বশেষ খবর