সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এখন টেস্টেও ক্যাপ্টেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

এখন টেস্টেও ক্যাপ্টেন সাকিব

শুধু ঘোষণাটা বাকি ছিল। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকতা সারলেন। মিডিয়াকে জানিয়ে দিলেন, এখন থেকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার সহকারী মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব অধিনায়ক হয়েছেন মুশফিকুর রহিমের জায়গায়। এর আগে সাকিব সর্বশেষ বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ছিলেন ২০১১ সালে। দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রামের জন্য খেলেননি সাকিব। অধিনায়ক ছিলেন মুশফিক। কিন্তু দলের পারফরম্যান্স এবং কিছু মন্তব্য তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পথ তৈরি করে দেয়। সিরিজ চলাকালীনই ক্রিকেট পাড়ায় ভেসে বেড়াতে থাকে অধিনায়কত্ব পাচ্ছেন সাকিব। শুধু ঘোষণা ছিল বাকি। গতকাল বিসিবির নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় যুগান্তকারী এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এখন তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ব থাকছে না। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান এবং ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেন, ‘সাকিবকে আমরা টেস্ট অধিনায়ক হিসেবে নতুন করে দায়িত্ব দিলাম। তার সহকারী হিসেবে কাজ করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।’

সাকিব অধিনায়ক হয়েছিলেন ২০০৯ সালে হঠাৎই। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে মাশরাফি আহত হলে সহকারী হিসেবে তখন নেতৃত্ব দেন সাকিব। দ্বিতীয় টেস্ট থেকে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু তার। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট অধিনায়ক ছিলেন তিনি। সব মিলিয়ে ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন একটি। সেটা আবার অধিনায়কত্বের অভিষেক টেস্টে। এরপর টানা আট টেস্ট হারেন নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের কাছে। ব্যর্থতার জন্য তার কাছ থেকে দায়িত্ব নিয়ে তুলে দেওয়া হয় মুশফিকের হাতে। ছয় বছরে মুশফিক নেতৃত্ব দিয়েছেন ৩৪ টেস্টে। জয় সর্বোচ্চ ৭টি এবং হার ১৮ টেস্টে। ড্র করেছেন ৯ টেস্টে। তার নেতৃত্বেই বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিগুলোকে। গতকাল সভায় পরিচালকরা সাকিবকে সর্বসম্মতভাবে টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ দেন। কোচের বিষয়েও আলোচনা করেন পরিচালকরা। কোচ নিয়োগে একটু সময় নিচ্ছে বিসিবি। সকালে ও সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ফিল সিমন্স সাক্ষাৎকার দেন। এর আগে রিচার্ড পাইবাস সাক্ষাৎকার দিয়েছেন বিসিবিকে। তবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে খালেদ মাহমুদকে দেখা যেতে পারে। তবে এখনই কোচ হিসেবে কাউকে নিয়োগ দিচ্ছে না বিসিবি। আরও দুজন সাক্ষাৎকার দিতে হাই প্রোফাইল কোচ বায়োডাটা পাঠিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে তালিকা ছোট করা হবে বলে জানান বিসিবি সভাপতি, ‘পাইবাসের পর সিমন্স আজ (গতকাল) সাক্ষাৎকার দিয়ে গেছেন। আরও দুজন বায়োডাটা পাঠিয়েছেন। সব কিছু মিলিয়ে আমরা পারিশ্রমিকের বিষয়টি নিশ্চিত করেই কোচ নিয়োগ দিব। এজন্যই একটু সময় লাগছে।’

বাংলাদেশের পরবর্তী সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। সেজন্য ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে ২৭ ডিসেম্বর। সেখানে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিবেন সাকিব। এখন পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৯ জন। প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় নেতৃত্ব দিয়েছেন ৭ টেস্টে এবং হার সবগুলোতে। খালেদ মাসুদ পাইলট ১২ টেস্টে নেতৃত্ব দিয়ে হেরেছেন সব। খালেদ মাহমুদ সুজন ৯ টেস্টে হার সবগুলো, হাবিবুল বাশার সুমন ১৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দেশকে। তার অধিনায়কত্বেই বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ সালে চট্টগ্রামে। বাশারের নেতৃত্বে জয় ১টি, হার ১৩টি এবং ড্র ৪টি। মোহাম্মদ আশরাফুল ১৩ টেস্টে অধিনায়কত্ব করে ড্র করেছেন সাকল্যে একটি এবং হেরেছেন সবগুলোতে। মাশরাফি একটি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন। সাকিব ৯ টেস্টে একটি জয় ছাড়া হেরেছেন ৮টি। মুশফিক সর্বোচ্চ ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দেশকে এবং জয় উপহার দিয়েছেন সর্বোচ্চ ৭টিতে। তামিম ইকবাল একটি টেস্টে মাত্র নেতৃত্ব দিয়েছেন দেশকে। গতকাল পরিচালনা পর্ষদের সভায় সাকিবকে টেস্ট অধিনায়ক বানানো ছাড়াও স্ট্যান্ডিং কমিটিতে বেশ কিছু পরিবর্তন এনেছে।

সর্বশেষ খবর