সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
রংপুর-কুমিল্লা ম্যাচ

আজ আবারও উত্তেজনা ছড়াবে

ক্রীড়া প্রতিবেদক

নাটক চলল রাত ১০টা পর্যন্ত। তার আগে দফায় দফায় আলোচনা, তর্কাতর্কি সবই হলো। রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কথা বললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। কড়া ভাষায়  কথোপকথন হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিপিএল গভর্নিং বডির সদস্যদের। অনেক নাটকের পর দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় আবার পরের দিন খেলা হবে। অর্থাৎ আজ আবার রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি উত্তেজনার রং ছড়াবে। তবে গতকাল যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আজ সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। কাল রংপুর রাইডার্স ৭ ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান করার পর বৃষ্টি শুরু হয়। সাড়ে ৬টায় শুরু হয়ে বৃষ্টি থামে রাত ৯টায়। তারপরই আলোচনার টেবিলে বসে গভর্নিং বডি। প্রথমে ‘কার্টেল টাইম’ দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ সাড়ে ৯টায় খেলা শেষ করার কথা। সেখানে দুই ঘণ্টা বাড়িয়ে করা হয় সাড়ে ১১টা পর্যন্ত। কিন্তু এই সিদ্ধান্ত মানেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘ এক ঘণ্টা আলোচনার পর রাত ১০টা ১০ মিনিটে জানিয়ে দেওয়া হয় খেলা পরের দিন হবে। কুমিল্লা কাল গভর্নিং বডির প্রথম সিদ্ধান্ত মেনে নিলে তাদের ৫ ওভারে ৬২ রান করতে হতো। কিন্তু যেহেতু বাইলজে ‘কার্টেল টাইম’ বাড়ানোর নিয়ম নেই তাই তারা মানেননি। তাই বাইলজে না থাকলেও খেলা রিজার্ভ ডে-তে চলে যায়। দর্শকরা গতকালের টিকিট দিয়ে আজ স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। তবে গতকাল স্টেডিয়ামে প্রবেশের পর টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছেন যারা তাদের জন্য এ সিদ্ধান্ত আফসোসের কারণ হয়ে গেল। গতকাল রংপুর রাইডার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। ২৭ রানের মাথায় গেইল আউট হয়ে যান। তারপর জনসন চার্লস মারকুটে ব্যাটিং করেন। চারটি ছক্কা ও চারটি বাউন্ডারিতে ২৬ বলে ৪৬ রান করেন। এর পরই খেলা বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। অনেক নাটকের পর সিদ্ধান্তে পৌঁছায় বিপিএল গভর্নিং বডি।  সিদ্ধান্ত নিয়ে মাশরাফি বলেন, ‘বৃষ্টির ওপর তো কারও হাত নেই। তবে আগামীকাল (আজ) আবার খেলা হবে। সিদ্ধান্ত মেনে নেওয়ায় তামিমকে ধন্যবাদ।’ তামিম বলেন, ‘কাল আবার খেলা হবে। ভালো সিদ্ধান্ত। দুই দলই তাদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবে। আমরা অনেক ভালো করার চেষ্টা করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর