বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
রিজার্ভ চুরি

এবার বাংলাদেশ ব্যাংককেই দায়ী করল ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক

এবার বাংলাদেশ ব্যাংককেই দায়ী করল ফিলিপাইন

ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরিতে এবার বাংলাদেশকেই দায়ী করল ফিলিপাইন। দেশটির রিজাল ব্যাংকের আইন কর্মকর্তা জর্জ দেলা কুয়েস্তাকে উদ্ধৃতি করে রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলার ফিলিপিন্সের যে ব্যাংক দিয়ে জালিয়াতদের হাতে গেছে, সেই রিজাল কমার্শিয়াল ব্যাংক (আরসিবিসি) ওই ঘটনার জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অভিযুক্ত করেছে। প্রতিবেদনে জর্জ দেলা কুয়েস্তা বলেছেন, এ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ভিতরের লোকজনই জড়িত। রিজার্ভ চুরিতে দুর্বলতা ঢাকতে রিজাল কমার্শিয়াল ব্যাংকের ওপর দোষ চাপাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, এ চুরির সঙ্গে যেহেতু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব লোকই জড়িত সেহেতু আমরা কেন সেই টাকা পরিশোধ করব? তার ব্যাংক আরসিবিসিকে ‘বলির পাঁঠা’ না বানাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান কুয়েস্তা। বাংলাদেশের পক্ষ থেকে রিজালের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজাল ব্যাংকের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের ৮১ মিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক তথ্য লুকিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আরসিবিসি। ওই সময় নিউইয়র্ক ফেডারেল ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। সুইফট পেমেন্ট সিস্টেমে ভুয়া নির্দেশ ব্যবহার করে তারা এই অর্থ চুরি করে। এই অর্থ ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের অ্যাকাউন্টে স্থানান্তরের পর ফিলিপাইনের ক্যাসিনোতে যায়। প্রায় দুই বছর পরও দায়ীদের চিহ্নিত করা যায়নি। শুধু ম্যানিলার এক ক্যাসিনো অপারেটরের কাছ থেকে বাংলাদেশ মাত্র ১ কোটি ৫০ লাখ ডলার উদ্ধার করেছে।

সর্বশেষ খবর