বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

টাকাই ক্ষমতা এ ধারণা ভাঙতে হবে

নিজস্ব প্রতিবেদক

টাকাই ক্ষমতা এ ধারণা ভাঙতে হবে

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, টাকাই ক্ষমতা এমন কৃত্রিম ধারণা আমাদের ভাঙতে হবে। জনগণই সব ক্ষমতা এটাকে সবাই মানতে হবে।  দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে দুদককে। গতকাল দুদক প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভে অসামান্য অর্জন উপলক্ষে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ শুধু বিশ্ব ঐতিহ্য নয়, এটি দেশের স্বাধীনতার ভিত্তি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার এফ এম আমিনুল ইসলাম ও দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল। দুদক চেয়ারম্যান বলেন, এ ভাষণে বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ ও এদেশের মাটি ও মানুষ সবাই একাকার হয়ে গেছেন। এ ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অবশ্যই জাতি হিসেবে আমাদের গর্বের বিষয়। তবে তার চেয়েও বড় বিষয় হলো এ ভাষণকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, স্বাধীনতা মানে এই নয় টাকা ছাড়া মানুষের কাজ করবো না, অথবা কাজের বিনিময়ে অনৈতিক কিছু চাওয়া-পাওয়া। এটা হতে পারে না।

সর্বশেষ খবর