বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আরও বেড়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক

আরও বেড়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি প্রণয়নের মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, না বুঝে অনেকেই এই বিধিমালার সমালোচনা করছেন। গতকাল আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। আনিসুল হক বলেন, উচ্চ আদালতের সঙ্গে আলাপ-আলোচনা করেই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আমার মনে হয় সুপ্রিম কোর্টের ক্ষমতা কোথাও ক্ষুণ্ন হয়নি বরং একটু বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, যেখানে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের পরামর্শের মধ্যে ভিন্নতা থাকবে, সেই ভিন্নতা থাকলে সুপ্রিম কোর্টের পরামর্শ প্রাধান্য পাবে। সে ক্ষেত্রে আমরা তো সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করিনি। এ বিষয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, তারা বুঝুক আর না বুঝুক, সমালোচনার জন্য তাদের সমালোচনা করতে হবে। তাদের যে পরিকল্পনা ছিল, তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন খড়কুটো ধরে তারা সমালোচনা করছেন। গঠনমূলক সমালোচনা করার জন্য তাদের পড়াশোনা করতে হবে। আমি তাদের বলব, আপনারা সংবিধান দেখেন। আনিসুল হক বলেন, আমরা সংবিধান অনুযায়ী কাজ করব, পরিষ্কার কথা। আমার এখন পর্যন্ত মনে হয় না যে সংবিধানের বাইরে আমরা কোনো কাজ করছি।

সর্বশেষ খবর