বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুতের দাম প্রত্যাহার না হলে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের দাম প্রত্যাহার না হলে আন্দোলন

জানুয়ারির আগে সরকার বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বামমোর্চা আয়োজিত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যারের দাবিতে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সেলিম বলেন, পয়লা জানুয়ারিতে যদি আমাদের বিদ্যুতের বিলে এক পয়সাও বর্ধিত দিতে হয় তাহলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের সিদ্ধান্তের জবাব দেওয়া হবে। দাবি আদায়ে গণআন্দোলনের ছাড়া আমাদের কোনো পথ থাকবে না। সরকার ইতিমধ্যে আটবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। সমাবেশ শেষে তারা সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যরা বক্তব্য দেন।

সর্বশেষ খবর