শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আর্থিক অনিয়মে চলছে বিচারহীনতা

ড. সালেহউদ্দিন আহমেদ

আর্থিক অনিয়মে চলছে বিচারহীনতা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের অনিয়মের ক্ষেত্রে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাংকগুলোকে আরও সতর্কভাবে ঋণপ্রস্তাবের অনুমোদন দিতে হবে। এ খাতের খেলাপি ঋণ বেড়েই যাচ্ছে। আবার নতুন করে যেসব ঋণ দেওয়া হচ্ছে সেগুলোও খেলাপি হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়াতে হবে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে হলে আরও সতর্ক হতে হবে ব্যাংকগুলোকে। আর যেখানে যেখানে অনিয়ম রয়েছে, সেগুলোর যথাযথ প্রতিকার করতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককেও নজরদারি বাড়াতে হবে। কোথাও কোনো অনিয়ম ধরা পড়লে ত্বরিত গতিতে ব্যবস্থা নিতে হবে। বেসিক ব্যাংকের ঘটনা জানার অনেক দিন পর ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সমস্যা আরও গভীর হয়েছে। এ জন্য যে কোনো সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ব্যাংকিং খাতের অনেকগুলো অনিয়ম-দুর্নীতিকে ধামাচাপা দেওয়া হয়েছে। তদন্তের নামে দায়ী ব্যক্তিদের আরও সততার সনদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কাউকে ধরা হয়। আবার কাউকে কাউকে ধরা হয় না। অপরাধের শাস্তি না হওয়ায় দিন দিন এসব অনিয়ম-দুর্নীতি বেড়েছে। আর এসব ঘটনা দায়ী ব্যক্তিদের আরও উৎসাহিত করছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।

সর্বশেষ খবর