শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পলাতকদের ফেরত আনা হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধীদের শিগগির দেশে ফিরিয়ে আনা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতেও কাজ করছে। তবে হত্যাকারীরা যেসব দেশে পালিয়ে রয়েছেন, সেসব দেশ থেকে তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনগত জটিলতাও রয়েছে। সরকার এ ব্যাপারে কাজ করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবী হত্যায় জড়িত যেসব আসামি বিদেশে পলাতক আছেন তাদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে। বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় যে জটিলতা ছিল সরকার তা অনেকটা সমাধান করেছে। তাদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সরকার। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিষয়টি আপিল বিভাগে রয়েছে। আপিল নিষ্পত্তি হলেই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো দল নির্বাচনে এলো কি এলো না এ দায় আওয়ামী লীগ সরকারের নেই। কেউ যদি নির্বাচনে না আসে গণতন্ত্র চলার পথে কোনো বাধা হবে বলে আমি মনে করি না। পার্লামেন্ট চলবে, গণতন্ত্রও চলবে, গণতান্ত্রিক সরকারও থাকবে। কেউ নির্বাচনে না এলে গণতন্ত্রের কী দোষ। এ সময় অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, মির্জা আজম, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর