শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দেশীয় উপকরণনির্ভর শিল্পে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক


দেশীয় উপকরণনির্ভর শিল্পে অগ্রাধিকার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশীয় উপকরণ ব্যবহার করে আমদানি বিকল্প শিল্প স্থাপনের প্রতি সরকার অগ্রাধিকার দিচ্ছে। হারবাল ওষুধ ও পণ্য উৎপাদনকারী শিল্পকে অগ্রাধিকার শিল্প খাতের আওতাভুক্ত করা হয়েছে। এর ফলে ইতিমধ্যে দেশে ভেষজ ওষুধ ও পণ্য উৎপাদনের ৪ শতাধিক শিল্প-কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে প্রতি বছর ৩৩০ কোটি টাকার পণ্য উৎপাদন হচ্ছে। এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত নিরাপদ স্বাস্থ্যবিষয়ক তিন দিনব্যাপী ‘হেলথ অ্যান্ড ফিটনেস-২০১৭’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, বাংলাদেশ অরগানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুস সালাম, বিডি সাইক্লিস্টসের অ্যাডমিন ফুয়াদ আহসান চৌধুরী প্রমুখ। শিল্পমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ভেষজপণ্য ও ওষুধের চাহিদা দিন দিন বাড়ছে। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এ চাহিদায় কোনো ধরনের ভাটা পড়েনি। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ এর পরিমাণ দাঁড়াবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশের প্রায় ৫০০ প্রজাতির ঔষধি উদ্ভিদ চাষ হয় উল্লেখ করে তিনি রপ্তানির সুযোগ কাজে লাগাতে এ ধরনের উদ্ভিদভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার তাগিদ দেন। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে সরকার পৃষ্ঠপোষকতা ও প্রণোদনার নীতি গ্রহণ করেছে। শিল্পমন্ত্রী বলেন, সুস্থ ও সতেজ থাকার জন্য নিয়মিত শরীরচর্চার অভ্যাস তৈরি করা জরুরি। বাইসাইকেল চালানো একটি বিজ্ঞানসম্মত শরীরচর্চা হিসেবে বিবেচিত। বাংলাদেশে দ্রুত বাইসাইকেল শিল্পের বিকাশ ঘটছে। ইউরোপের দেশগুলোতে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে তৃতীয় স্থানে।

তিন দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে চীন, মালয়েশিয়া, তাইওয়ান, কোরিয়া ও বাংলাদেশের ৪১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের ৮৭টি স্টলে শরীরচর্চার আধুনিক উপকরণ ও হারবাল পণ্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনী নাগরিক সমাজের মাঝে শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

সর্বশেষ খবর