মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দেশের প্রথম ৬ লেন ফ্লাইওভার উদ্বোধন ৪ জানুয়ারি

ফেনী প্রতিনিধি

ফেনীতে দেশের প্রথম ৬ লেন ফ্লাইওভার উদ্বোধন হচ্ছে আগামী ৪ জানুয়ারি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফেনীর মহিপালে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভারের নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ ছয় মাস আগেই শেষ হয়েছে। এ সময় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড পরিচালক মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নকশাকার প্রফেসর ড. এম আজাদুর রহমান, ফ্লাইওভার প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌর মেয়র আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে নোয়াখালী প্রতিনিধি জানান, সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর দুঃখ নোয়াখালীর খাল পুনঃখনন ও সংস্কারের কাজ আগামী ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ৩২৪ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগামী ২০২১ সালের জুন মাসে এই কাজ শেষ হবে। এর মধ্যে রয়েছে বামনী নদীর ৭ কি.মি. ড্রেজিং, একটি স্লুইস গেট যা নদীর দুই অংশকে সংযোগ করবে। এ ছাড়াও সংশ্লিষ্ট খালসমূহে ড্রেজিংসহ ২৫ কিলোমিটার খাল পুনঃখনন ও নোয়াখালী এবং মহিষমারা খালে স্লুইস গেট নির্মাণ করা হবে। এর ফলে কবিরহাট কোম্পানীগঞ্জ, সদর, সুবর্ণচর, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উত্পাদনে এলাকাবাসী উপকৃত হবে।

মন্ত্রী সোমবার দুপুরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান জেনারেল সিদ্দিকুর রহমানকে সঙ্গে নিয়ে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ধানশালিক বাজার এলাকায় নোয়াখালী খালের ফলক নির্মাণের স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন— নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিউলি একরাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম রুমি, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাবেদ, তানভীর খলিল বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারাসহ এলাকাবাসী।

সর্বশেষ খবর