মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংবিধানের মূল অনুচ্ছেদ পুনর্বহাল হতে পারে

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের মূল অনুচ্ছেদ পুনর্বহাল হতে পারে

মাহবুবে আলম

মূল সংবিধানের অনুচ্ছেদগুলো পুনর্বহাল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত পিঠা উত্সব ও ঢাকা ঐতিহ্য শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, সাংবাদিক নেতা আবদুল জলিল ভুইয়াসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। বক্তব্যে মাহবুবে আলম আরও বলেন, ঢাকার ঐতিহ্য এবং আতিথিয়তা আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। এরকম আরও আয়োজন হওয়া দরকার। সাংবাদিকদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি দূতাবাসের অতিথিদের নিয়ে পিঠা উত্সবের আহ্বান জানান তিনি। তিনি বলেন, এর মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাসহ সংস্কৃতি তুলে ধরা যাবে। ব্যাপকভাবে পরিচয় ঘটবে বাঙালির অতিথি পরায়ণতার। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ঢাকার ঐতিহ্য অনেক পুরনো। ঢাকাবাসী অতিথিপরায়ণ। দেশের নানা জায়গার মানুষ কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ঢাকায় আছেন। তারাও এখন ঢাকাবাসী। এজন্য ঢাকাবাসী গর্বিত। পিঠা উত্সব উপলক্ষে সকাল থেকেই সাংবাদিকরা এ আয়োজনে অংশ নেন। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠাপুলিতে ভিন্ন আবহ তৈরি হয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।

সর্বশেষ খবর