মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রায় বাতিলের চক্রান্তে সরকার

—— জয়নুল আবদীন

নিজস্ব প্রতিবেদক

রায় বাতিলের চক্রান্তে সরকার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সরকার সুপ্রিম কোর্টকে পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করছে। এজন্য সুকৌশলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৯৪টি যুক্তি দিয়েছে তারা। ষোড়শ সংশোধনীর আপিলের রায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর  বিরুদ্ধে নয়। কিন্তু সরকার রিভিউ পিটিশন দাখিল করে পুরো রায় বাতিলের চক্রান্ত করছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ষোড়শ সংশোধনী বাতিল রায় দেওয়ার কারণেই প্রধান বিচারপতি এস কে সিনহাকে জুডিশিয়াল ক্যু করে বিদায় করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, নিম্ন আদালতের একটি রায় ঘোষণার পর বিচারক মো. মোতাহার হোসেন দেশে থাকতে পারেননি। ষোড়শ সংশোধনী বাতিল রায় ঘোষণার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে দেশে থাকতে দেওয়া হয়নি। এখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোর্টে মামলা চলছে সেই বিচারকের ওপর প্রভাব সৃষ্টির চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আপিল বিভাগের রায় প্রদানকারী সাতজন বিচারপতির মধ্যে পাঁচজন কর্মরত আছেন। বিচারপতিরা তাদের পূর্ববর্তী রায়ের আলোকে এ রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বার সভাপতি বলেন, সরকার নিজেদের স্বার্থে বিচার বিভাগকে পরিচালিত করতে চায়। তারা যেভাবে চায় সেভাবেই আদালতকে রায় দিতে হবে। যদি তা না করা হয়, বিচারপতি এস কে সিনহার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। এভাবেই তারা অন্য বিচারপতিদের ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, অতীতে বহুবার বেআইনি সংশোধনীর বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালত দিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্ত ও আদেশের বিরুদ্ধে সরকার এভাবে ক্ষুব্ধ হয়ে কোনো রিভিউ আবেদন করেছে বলে আমাদের জানা নেই। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ সৃষ্টি করে তাকে বিতর্কিত করার সর্বাত্মক চেষ্টা করেছে তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি, সাবেক সহসভাপতি এ বি এম অলিউর রহমান খান প্রমুখ।

সর্বশেষ খবর