মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

৯৩ বছরে পড়লেন বাজপেয়ি

কলকাতা প্রতিনিধি

৯৩ বছরে পড়লেন বাজপেয়ি

বয়সের ভারে নুইয়ে পড়েছেন, ঘরের বাইরে বেরোতে পারেন না বহুদিন। স্বভাবতই অত্যন্ত চুপিসারে ও জাঁকজমকহীনভাবেই  সোমবার ৯৩তম জন্মদিন পালন করছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। যদিও সকাল থেকে শুভেচ্ছার বন্যায় ভাসলেন বিজেপির এই সিনিয়র নেতা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করে জানিয়েছেন ‘আমাদের অধিক ভালোবাসার এবং শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী    শ্রী অটল বিহারি বাজপেয়িকে জন্মদিনের শুভেচ্ছা।’ ট্যুইট করে অটল বিহারিকে উদ্দেশ করে একটি কবিতা লিখে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তিনি লেখেন ‘ভারত রত্ন অটল বিহারি বাজপেয়ি জি’কে তাঁর জন্মদিনে আমার হৃদয় ভরা শুভেচ্ছা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে জানান, ‘আমাদের অত্যন্ত প্রিয় অটল জি’কে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর অসাধারণ এবং দূরদর্শী নেতৃত্ব প্রদানের ক্ষমতা ভারতকে অনেক উন্নত করে তুলেছে এবং বিশ্বের দরবারে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করি।’ আলাদা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। ভারতের জাতীয় কংগ্রেসের তরফেও ট্যুইট করে অটল বিহারির জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়। ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন অটল বিহারি বাজপেয়ি। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময়ই রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ও ২০০৪ সালে লক্ষেৗ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হন তিনি। রাজ্যসভারও সাংসদ ছিলেন তিনি। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। এরপর ১৯৯৮ সালে ফের একবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৪ পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। জাতীয় কংগ্রেসের বাইরে অকংগ্রেসি রাজনীতিবিদ হিসেবে ভারতে তিনি প্রথম ও একমাত্র নেতা যিনি প্রধানমন্ত্রী হিসেবে পুরো মেয়াদ শেষ করেছেন। তিনিই হলেন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি জাতিসংঘে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন। ২০১৫ সালের ২৭ মার্চ দেশটির সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয় অটল বিহারি বাজপেয়িকে। তাঁকে সম্মান জানাতেই ২০১৪ সাল থেকে বাজপেয়ির জন্মদিনটিকে ভারত সরকার ‘গুড গভর্নেন্স ডে’ হিসেবে পালন করে আসছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর