মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনার অধীনেই নির্বাচন

পটুয়াখালী প্রতিনিধি

শেখ হাসিনার অধীনেই নির্বাচন

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দিয়ে একক নির্বাচন করার সব প্রস্তুতি সম্পন্ন করে চলছে জাতীয় পার্টি। গতকাল দুপুরে ব্যক্তিগত সফরে হেলিকপ্টারযোগে কুয়াকাটায় এসে এরশাদ স্থানীয় সাংবাদিকদের  প্রশ্নের জবাবে এসব কথা বলেন। কুয়াকাটা গ্র্যান্ড হোটেলের হেলিপ্যাডে সোয়া ১১টায় অবতরণের পর এইচ এম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার  দেওয়া হয়। এ সময় তার সফরসঙ্গী ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আরও বলেন, রংপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা চাই সারা দেশে এভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কী সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টির মনোনয়ন অনেকটা তার ওপর নির্ভর করছে। আমরা অপেক্ষা করছি। সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি কুয়াকাটা গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন। পরে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে বিকালে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

সর্বশেষ খবর