বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সর্বোচ্চ করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপকে সম্মাননা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) সর্বোচ্চ করদাতা হিসেবে ট্যাক্সকার্ড অর্জন করায় জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন বসুন্ধরা গ্রুপের চিফ ফিন্যানশিয়াল অফিসার মো. তোফায়েল হোসেন —বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডকে (ইডব্লিউএমজিএল) ২০১৬-১৭ করবর্ষে ট্যাক্স কার্ড অর্জন করায় সম্মাননা দিয়েছে ঢাকার কর অঞ্চল-৫। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটাল। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-৫ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের কাছ থেকে ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ ক্যাটাগরিতে এ সম্মাননা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) মো. তোফায়েল হোসেন। একই সঙ্গে ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ ক্যাটাগরিতে আরও সম্মাননা গ্রহণ করেন মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আবাসন প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বে ডেভেলপমেন্টসের পরিচালক মহুয়া মাহবুব খান, স্পেস জিরোর পরিচালক এস এ চৌধুরী সোহেল, ‘ব্যক্তি সংঘ’ ক্যাটাগরিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সিএফও তৌফিকুল ইসলাম চৌধুরী, ‘অন্যান্য’ ক্যাটাগরিতে ব্যুরো বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক সিরাজুল ইসলাম এবং দীর্ঘমেয়াদি ব্যক্তি শ্রেণির করদাতা হাজী মো. সায়দুল্লাহ মিয়ার পক্ষে ডা. হাবিবুর রহমান। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সম্মাননা পাওয়া করদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা দেশের উন্নয়নে অবদান রাখছেন। নিজেরা কর দিয়ে অন্যদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা সারা দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছি। আমরা মনে করি, করের আওতায় আসা কোনো ভয়ের বিষয় নয়। এই বার্তা আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই।’

কর প্রশাসনে আর ভীতির পরিবেশ থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘আপনারা হচ্ছেন দেশের শ্রেষ্ঠ নাগরিক। আপনারা যে কাজ করছেন এ কাজের জন্য রাজস্ব বিভাগ, আয়কর বিভাগ সব সময় আপনাদের সম্মানের চোখে দেখবে। আপনাদের ব্যক্তি হিসেবে এবং প্রাতিষ্ঠানিকভাবে সব সময় সম্মানিত করবে। আর কোনো ভীতির পরিবেশে আপনাদের থাকতে হবে না। আমরা বাঘ লুকিয়ে ফুলেল চরিত্র প্রকাশ করছি। আমরা হৃদয়ে মননে সহনীয় অবস্থান গ্রহণ করব। সারা দেশে যে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার প্রয়াস চালাচ্ছি, তারই ধারাবাহিকতার অংশ হলো ট্যাক্স কার্ডপ্রাপ্তদের সম্মাননা জানানো।’ বিশেষ অতিথির বত্তব্যে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ) আবদুর রাজ্জাক বলেন, ‘রাজস্ব আদায়ের মাধ্যমে পর্যায়ক্রমে আমরা উন্নত দেশের কাতারে উন্নীত হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত দেশ ও জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব।’ এনবিআরের আরেক সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্স) হাবিবুর রহমান আকন্দ বলেন, ‘করদাতাদের দেওয়া অর্থে এই দেশ উন্নত হচ্ছে এবং উন্নত হবে।’ সম্মাননা গ্রহণকালে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমি একজন করদাতা হিসেবে গর্ববোধ করি। এটা আমার কাছে গর্বের বিষয় এজন্য যে, আমি দেশের একজন কর প্রদানকারী নাগরিক। আসলে কর প্রদান করা যেমন দায়িত্ব, তেমনি অধিকারও মনে করি। এর সঙ্গে সঙ্গে সম্মানবোধও বেড়ে যায়। এর মধ্য দিয়ে আমার দেশপ্রেমেরও পরিচয় হয়।’ সম্মাননা গ্রহণ করে বসুন্ধরা গ্রুপের চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) মো. তোফায়েল হোসেন বলেন, ‘দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি. সব সময়ই সেরা করদাতার প্রয়াস বজায় রেখেছিল। ইডব্লিউএমজিএলের সঙ্গে যুক্ত সম্পাদকসহ সবার সক্রিয় প্রচেষ্টার ফসল এই সম্মাননাপ্রাপ্তি। আগামী দিনেও দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান ইডব্লিউএমজিএল এ ভূমিকা অব্যাহত রাখবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কর অঞ্চল-৫-এর কমিশনার শাহীন আখতার করদাতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে আছি। আপনাদের সঙ্গে নিয়ে রাজস্ব আদায়ে এগিয়ে যেতে চাই।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআরের কর গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক বেলাল উদ্দিন।

সর্বশেষ খবর