বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আসামি পক্ষের যুক্তিতর্ক গ্রেনেড হামলায়

নিজস্ব প্রতিবেদক

চাঞ্চল্যকর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল মামলার পলাতক আসামি হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী চৈতন্য হালদার যুক্তিতর্ক শুরু করেন। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আজও (বুধবার) আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রেখেছেন। আইনজীবী চৈতন্য হালদার বলেন, আসামি হানিফের নাম মামলার মূল এজাহার, জিডি, প্রথম অভিযোগপত্রে ছিল না। কোনো সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায়ও তার নাম বলেনি। এ মামলার অধিকতর তদন্তকালীন আসামি মুফতি হান্নান তার দ্বিতীয় দফায় দেওয়া জবানবন্দিতে হানিফকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছেন। সোমবার বহুল আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনুষ্ঠানিকভাবে তাদের যুক্তি উপস্থাপন সমাপ্ত করলেও গতকাল রাষ্ট্রপক্ষের আরেকজন কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল আইনি পয়েন্টে তার বক্তব্য উপস্থাপন করেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এই নির্মম হামলায় আওয়ামী লীগের তত্কালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান। অল্পের জন্য বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হন। হামলার ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক দুটি মামলা করেন। ২১ আগস্টের ওই নৃশংস হামলায় পৃথক দুটি মামলায় মোট আসামি ৫২ জন। এর মধ্যে ৩ আসামি জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান এবং শরীফ সাইফুল আলম বিপুলের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর