বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সরকার শান্তি দিতে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক

সরকার শান্তি দিতে ব্যর্থ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশের মানুষ শান্তি ও মুক্তি চায়। ইমান ও আমলের নিরাপত্তা চায়। বাঁচার মতো বাঁচতে চায়। আর বর্তমান শাসনব্যবস্থা মানুষের চাহিদা পূরণে ও শান্তি দিতে ব্যর্থ হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পীর চরমোনাই আরও বলেন, ‘মানবতার স্থায়ী শান্তি ও সার্বিক মুক্তির লক্ষ্যে মানুষ ইমান ও ইসলাম নিয়ে বাঁচতে চায়। নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য, চলাফেরা করতে চায়। হয়রানি থেকে মুক্ত থাকতে চায়। সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায়। ন্যায়বিচার ও সুশাসন চায়। অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। ইজ্জত-আব্রুর নিরাপত্তা চায়। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ চায়।’ তিনি বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমি স্বার্থবাদের মূলোৎপাটন করে দেশে ইসলামী সমাজ গঠনে অঙ্গীকার করতে হবে। ২০১৭ সাল ছিল দেশবাসীর জন্য ভয় ও শঙ্কার বছর, গুম, খুন, আতঙ্কের বছর। যেভাবে সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন, ব্যাংক লুটের মতো ঘটনা ঘটেছে; ২০১৮ সালে এমনসব দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড পরিহার করে সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর