বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিক্ষকরা কেন রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষকরা কেন রাস্তায়

কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। কিন্তু অল্প কিছু টাকার জন্য শিক্ষকদের দাবি মানা হচ্ছে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অনশনরত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারা এখন শ্রেণিকক্ষে থাকার কথা। অথচ তারা রাস্তায় পড়ে আছেন। তারা কেন এই শীতে রাস্তায় কষ্ট করবেন। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার। সরকার বারবার তাদের আশ্বাস দিয়েছে, কিন্তু সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন করতে পারেনি। আমাদের অর্থমন্ত্রীর কাছে ৪ হাজার কোটি টাকা কোনো টাকাই না। অথচ মাত্র ১ হাজার ৮০ কোটি টাকা হলে জাতি গড়ার কারিগর শিক্ষকদের এ দাবি পূরণ হয়ে যায়। তাহলে এই অল্প টাকার জন্য সরকার তাদের দাবি কেন মানছে না। শিক্ষামন্ত্রী শিক্ষকদের অনশন থেকে উঠানোর জন্য মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন। আশ্বাস নয় শিক্ষকদের লিখিত বক্তব্য দিতে হবে শিক্ষামন্ত্রীকে।

সর্বশেষ খবর