শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের গোপন কথা ফাঁস

ট্রাম্পের গোপন কথা ফাঁস

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গেছেন বছর খানেক হলো। কিন্তু প্রেসিডেন্টের এই ভবনে এখনো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টাফরাই তার আচরণকে তুলনা করেছেন একটি শিশুর সঙ্গে, যাকে তাত্ক্ষণিকভাবে সন্তুষ্ট করতে হয়। ট্রাম্পকে নিয়ে লেখা ‘বিতর্কিত’ বই ফায়ার অ্যান্ড ফিউরির লেখক মাইকেল ওলফ এক টিভি সাক্ষাৎকারে এ কথা বলেছেন। বইটি গতকাল প্রকাশিত হয়েছে। আর এই বই প্রকাশের আগ থেকেই তুমুল বিতর্ক শুরু হয়। ওই বিতর্কের পর প্রথম দেওয়া কোনো সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ওলফ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে এই সাক্ষাৎকার দেন।

মাইকেল ওলফ এই বইটি লিখেছেন প্রায় ২০০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে। কবে প্রেসিডেন্ট ট্রাম্প তার বইটিকে ‘মিথ্যে কথায় ভরা’ বলে মন্তব্য করেছেন। কিন্তু ওলফ বলেছেন, এই বইতে প্রকাশিত প্রতিটি কথা সত্য। যাদের সঙ্গে কথা বলে তিনি বইটি লিখেছেন তাদের সাক্ষাৎকারের রেকর্ড বা নোট তার কাছে আছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন মাইকেল ওলফের সঙ্গে তিনি কখনো কথাই বলেননি। কিন্তু ওলফ বলেছেন প্রেসিডেন্টের সঙ্গে তিনি তিন ঘণ্টা সময় কাটিয়েছেন। বইটি নিষিদ্ধ করার জন্য আইনি নোটিস পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা। কিন্তু সেটি উপেক্ষা করে প্রকাশনার তারিখ এগিয়ে এনে গতকাল শুক্রবারই এটি বাজারে ছাড়া হয়েছে। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর