শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কাউকে জোর করে বাইরে নয় : রাজনাথ

আসামে নাগরিক তালিকা নিয়ে সম্মেলন বুদ্ধিজীবীদের


কাউকে জোর করে বাইরে নয় : রাজনাথ

কূটনৈতিক প্রতিবেদক আসাম রাজ্যের হালনাগাদ ‘জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি)’ তালিকা নিয়ে কাউকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার লোকসভায় তিনি জানান, এনআরসির মাধ্যমে কাউকেই জোর করে আসামের বাইরে ঠেলে দেওয়া হবে না। তালিকার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাই তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার অনলাইনে গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজনাথ সিং কার্যত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনার জবাব দেন। বুধবার মমতা আসাম রাজ্যে এনআরসি নিয়ে সমালোচনা করেন ও বিজেপিকে হুঁশিয়ারি দেন। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবারই আসামে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে।

এদিকে, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে গতকাল শিলচর বঙ্গভবনে আয়োজন করা হয় এক নাগরিক সম্মেলনের। এনআরসির নামে বাঙালি বিদ্বেষের প্রতিবাদে ওই সম্মেলনের ডাক দেওয়া হয়। সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও তাঁর সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। আসাম সরকারকে পেছন থেকে আত্মসমর্পণকারী আলফা জঙ্গি ও সারা আসাম ছাত্র সংস্থা (আসু) চালাচ্ছে বলেও মন্তব্য করেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য। বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, বাঙালিবিদ্বেষী ছাত্র আন্দোলনের একসময় নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ নিজেই। সেই বিদ্বেষ এখনো রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ খবর