সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যোগ্য মেয়র প্রার্থী পাচ্ছে না জাপা

শফিকুল ইসলাম সোহাগ

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এ কারণে দলটির প্রার্থী দেওয়ার সম্ভাবনা কম। দলের দায়িত্বশীলরা বলছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পর ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভালো করতে না পারলে পার্টি ইমেজ সংকটে পড়তে পারে। আবার কেউ কেউ বলছেন, সামনে জাতীয় নির্বাচন। এ অবস্থায় রাজধানীতে প্রার্থী দিতে না পারলেও পার্টি ইমেজ সংকটে পড়বে। ফলে ঢাকা উত্তর সিটি নির্বাচন নিয়ে অনেকটা উভয় সংকটে পড়েছে জাতীয় পার্টি। জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় পার্টির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তিনি দাবি করেন, তাদের একাধিক প্রার্থী রয়েছেন। যাচাই-বাছাই করে যার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা রয়েছে তাকেই পার্টির চেয়াম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চূড়ান্ত করবেন। জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে যোগ্য মেয়র প্রার্থী খুঁজে না পাওয়ায় এখন পর্যন্ত পার্টির চেয়ারম্যানের কাছ থেকে এ নির্বাচন নিয়ে কোনো সবুজ সংকেত পাননি দলীয় নেতারা। ধারণা করা হচ্ছিল, রংপুরে দলীয় প্রার্থীর বিজয়ের পর ঢাকা উত্তর সিটিতে শক্তিশালী প্রার্থী দেবে জাতীয় পার্টি। কিন্তু দলের ভিতরে এ নিয়ে কোনো আলোচনা নেই বললেই চলে। নেতা-কর্মীরা বলছেন, উত্তরে প্রার্থী দেওয়ার মতো যোগ্য প্রার্থী নেই। জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে কাউন্সিলর পদে কয়েকটি ওয়ার্ডে প্রার্থী দেওয়া হবে। এরই মধ্যে ৩৯ নম্বর ওয়ার্ডে বজলুর রহমান মৃধা ও ৪১ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম মিন্টুর নাম চূড়ান্ত করা হয়েছে। আজকালের মধ্যে আরও তিনজনকে চূড়ান্ত করা হতে পারে।  জানা যায়, মেয়র পদে ছাড়ের শর্তে জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছ থেকে কিছু কাউন্সিলর পদ পেতে চায়। গোপনে এ রকম একটা সমঝোতা করার ইচ্ছা দলীয় নেতাদের। তবে আওয়ামী লীগের সাড়া না পেলে  মেয়র প্রার্থী দেওয়া হতে পারে। দলের অনেক নেতাও ঢাকায় প্রার্থী দেওয়ার পক্ষে। তাদের যুক্তি হচ্ছে, এখানে সম্মানজনক ভোট পাওয়া গেলে নেতা-কর্মীরা চাঙ্গা হবেন। সেই সঙ্গে জোটের রাজনীতিতে জাতীয় পার্টির কদর বাড়বে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে দরকষাকষিতে সুবিধা হবে। যারা প্রার্থী না দেওয়ার পক্ষে তাদের যুক্তি হচ্ছে, প্রার্থী দিয়ে ভরাডুবির চেয়ে রংপুরের চাঙ্গাভাব ধরে রাখা ভালো। বিগত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবির কারণে ইমেজ সংকটে পড়েছিল দল। রসিক নির্বাচনে জয়ের ফলে দল অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। এ অবস্থায় রাজধানীতে নির্বাচন করে ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তার চেয়ে কাউন্সিলর বাগিয়ে নিতে পারলে ভালো। জাপার কেউ কেউ পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজকে (সোহেল রানা) মেয়র পদে দলীয়  প্রার্থী করার কথা বলছেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের জানান, দলীয় ফোরামে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সর্বশেষ খবর