সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ঢাকায় প্রণব মুখার্জি

অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের সফরে গতকাল ঢাকা এসেছেন। জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (রা:) বিমানবন্দরে এলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধনসহ সরকারের পদস্থ কর্মকর্তারা। মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে সঙ্গে নিয়ে আসা প্রণব বিমানবন্দরে নেমেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমি কয়েকদিন বাংলাদেশে আছি, অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে। পরে চলে যান হোটেল সোনারগাঁওয়ে। রাতে ভারতীয় হাইকমিশনের আয়োজনে একটি নৈশভোজে অংশ নেন প্রণব মুখার্জি। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদা দিচ্ছে ঢাকা। সফরসূচি অনুসারে, আজ সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন প্রণব মুখার্জি। পরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রণব মুখার্জি। এর আগে একান্তে বৈঠকও করবেন তাঁরা। পরে বিকালে বাংলা একাডেমিতে ‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ’ শীর্ষক আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দেবেন প্রণব মুখার্জি। দেশ বিদেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচকদের এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রণব মুখার্জি। এদিন রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আয়োজনে সোনারগাঁও হোটেলে নৈশভোজে অংশ নেবেন তিনি। পরদিন মঙ্গলবার সকালে প্রণব মুখার্জি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)।  দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রণব মুখার্জি চবির শহীদ আবদুর রব হলের মাঠে আয়োজিত সমাবর্তনে বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হবে। পরে প্রণব মুখার্জিকে মাস্টারদার জন্মভূমি রাউজানে নিয়ে যাওয়া হবে। সেখানে রাউজান কলেজের পাশে মাস্টারদার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি সূর্য সেন পাঠাগার ও প্রাইমারি স্কুল পরিদর্শন, নগরীর পাহাড়তলীতে প্রীতিলতা ওয়াদ্দাদারের স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাব এবং ব্রিটিশ অস্ত্রাগার পরিদর্শন করবেন। রাতে অবস্থান করবেন সেখানকার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে। রাতে নৈশভোজের আয়োজন করবেন স্থানীয় ভারতীয় হাইকমিশন। সেখানে প্রণব মুখার্জির সাক্ষাৎ পাবেন বন্দরনগরীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরদিন বুধবার ঢাকায় ফিরে সরকারি প্রটোকলের বাইরে থাকা পরিচিত ও ব্যক্তিগত শুভানুধ্যায়ীদের সাক্ষাৎ দেবেন প্রণব মুখার্জি। এদিন সন্ধ্যায় প্রণব মুখার্জি যাবেন বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আয়োজনে রাষ্ট্রীয়  নৈশভোজে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রণব। বৃহস্পতিবার জেট এয়ারওয়েজ ফ্লাইটে সকাল ১০টা ২০ মিনিটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রণব মুখার্জি। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখার্জির  মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে। রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখার্জি। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখার্জি। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখার্জি।

সর্বশেষ খবর