সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শুধু টাকার পেছনে ছুটলে চলবে না

নিজস্ব প্রতিবেদক

শুধু টাকার পেছনে ছুটলে চলবে না

বই পড়া ছাড়া আইন পেশায় উন্নতি করা যাবে না বলে মন্তব্য করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। তিনি বলেন, শুধু টাকার পেছনে ছুটলে চলবে না। বই কিনুন, বই পড়ুন, জ্ঞান অর্জন করুন। পরে টাকাই আপনার কাছে এসে ধরা দেবে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। এসময় হাই কোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি এ এন এম বশিরউল্লাহ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট মো. অজিউল্লাহসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আইনজীবী সমিতির বইমেলায় ৪২টি স্টল বরাদ্দ পেয়েছে। এর মধ্যে আইনজীবীদের স্টল রয়েছে ১৯টি।

সর্বশেষ খবর