মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সুখবর

ভোলায় আর একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান

অনুমোদন পেল রাইড শেয়ারিং

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় মোবাইল অ্যাপ উবার, পাঠাওয়ের আইনি বৈধতা দিতে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ভোলার ভেদুরিয়ায় একটি অনুসন্ধান কূপে ৬০০ বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ থাকার সন্ধান পাওয়া গেছে বলে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে বৈঠকে আলোচনাও করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। রাইড শেয়ারিং নীতিমালা অনুযায়ী, উবারসহ অন্য যারা রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনা করছে ‘সার্ভিসটি পরিচালনার জন্য তাদেরকে বিআরটিএ থেকে সনদ নিতে হবে। মোটরযানের মালিক এই সার্টিফিকেট নেবেন। ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশেই এই সেবা দেওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ১১টি শর্ত মেনে এই সেবা  দেওয়া যাবে বলেও জানান তিনি। তবে এ জন্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমে একটি লাইসেন্স নিতে হবে। পরে সেটা নবায়ন করতে হবে। তিনি জানান, বর্তমানে ট্যাক্সিক্যাবের ভাড়ার জন্য যে নীতিমালা আছে, এ ধরনের রাইডিংয়ের ক্ষেত্রেও সেই নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ হবে। পাঠাও সার্ভিসের মতো মোটরসাইকেলের মাধ্যমেও এই সেবা দেওয়া যাবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই নীতিমালার শর্ত ভঙ্গ করলে সনদ বাতিলসহ প্রচলিত আইনে শাস্তি পাবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানেও এ ধরনের সেবা কার্যক্রম চলছে। এটা এখন আইনি কাঠামোয় আনতে নীতিমালা করা হচ্ছে। মোবাইল অ্যাপভিত্তিক যাত্রীসেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় আনতে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে খসড়া তৈরি শুরু করে বিআরটিএ। বিআরটিএ-এর এনফোর্সমেন্ট বিভাগের পরিচালককে প্রধান করে একটি কমিটি এই খসড়া নীতিমালা তৈরি করে। গত ২১ জুন এটি বিআরটিএ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। আর গতকাল সেই নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এদিকে, বৈঠকের একটি সূত্র জানায়, দেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলার ভেদুরিয়ায় একটি অনুসন্ধান কূপে গ্যাস পাওয়ার আশা জেগেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা বলেছেন, প্রাথমিক পরীক্ষায় ভোলা নর্থ-১ নামের ওই কূপে গ্যাস আছে বলেই তাদের মনে হচ্ছে। তবে স্পষ্ট চিত্র পেতে আরও কিছু পরীক্ষা তাদের করতে হবে। গত বছরের শেষ দিকে ভোলায় বাপেক্সের নতুন গ্যাসক্ষেত্রে ‘শাহবাজপুর ইস্ট-১’ থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরুর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, এর আগেও আপনাদের বলেছিলাম, ভোলায় আমরা গ্যাস পেয়েছি। নতুন আরেকটা কূপ খনন করে সেখানেও প্রায় ৬০০ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস আবিষ্কৃত হয়েছে। ভোলায় মজুদ এক দশমিক পাঁচ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট)। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, নতুন ওই গ্যাস কূপে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে। এটি হবে দেশের ২৭তম গ্যাসক্ষেত্র।

সর্বশেষ খবর