মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নতুন বছরে উড়ন্ত সূচনা টাইগারদের

মেজবাহ্-উল-হক

সামর্থ্য থাকলেও ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারেন বোলিং উইকেটেও- আর ব্যাটিং স্বর্গেও ছড়ি ঘুরাতে পারেন বোলাররাও। বাংলাদেশের ক্রিকেটাররা গতকাল মিরপুরে নিজেদের সামর্থ্যই প্রদর্শন করলেন আরেকবার। ব্যাটে-বলে ক্যারিশমা দেখিয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেন। ত্রি-দেশীয় সিরিজে ৮ উইকেটের সহজ জয়ে মিশন শুরু হলো মাশরাফিদের।

গতকাল মিরপুরে বাংলাদেশ শুরুতেই চালায় এক্সপেরিমেন্ট! কুয়াশা আচ্ছাদিত শেরেবাংলায় পেস সহায়ক আবহে মাশরাফি প্রথম ওভারেই বল তুলে দেন স্পিনার সাকিবের হাতে। জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান মায়ার ও আরভিনকে বিদায় করে দিয়ে প্রথম ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় বাংলাদেশ। ১০০ ওভারের ম্যাচে কিনা প্রথম ওভারেই ভাগ্য নির্ধারণ হয়ে যায়। জিম্বাবুয়ে আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত সিকান্দার রাজার হাফ সেঞ্চুরিতে যদিওবা সফরকারীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৭০ রানের পুঁজি পায় কিন্তু এই টার্গেটে পৌঁছাতে টাইগারদের খেলতে হয়েছে মাত্র ২৮.৩ ওভার। গতকাল ব্যাটে-বলে দুর্দান্ত দাপট দেখিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বলে হাতে ৪৩ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও করেছেন ৩৭ রান। তাই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্বভাবসুলভ নিয়ন্ত্রিত বোলিং করেছেন ক্যাপ্টেন মাশরাফি। ২৫ রানে নিয়েছেন এক উইকেট। রান একটু বেশি দিলেও রুবেল হোসেন পর পর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও গতকাল ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ব্যাট হাতে তামিম ২০১৭ সালে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন এই নতুন বছরে। গত বছর ওয়ানডেতে ড্যাসিং ওপেনারের গড় ছিল প্রায় ৬৫! এই বছরের প্রথম ম্যাচে গতকাল খেললেন অপরাজিত ৮৪ রানের ইনিংস। কুয়াশা ঢাকা মিরপুরের গতকালকের উইকেট ছিল বোলারদের জন্য স্বর্গরাজ্য! প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা তা বুঝিয়েও দিয়েছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাইশগজে গিয়ে উইকেট সম্পর্কে উল্টো ধারণা দিতে শুরু করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা! প্রথম দুই ওভারেই ২৩ রান। আড়াই বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন এনামুল হক বিজয়। ম্যাচটি যে ৫০ ওভারের সে কথাটা মনে হয় ভুলেই গিয়েছিলেন বিজয়। স্কোর দেখে ভেবেছিলেন টি-২০ ম্যাচ কিনা! তাই বেশি তাড়াহুড়া করতে গিয়ে দ্রুতই আউট হয়ে যান। দলীয় ৩০ রানে প্রথম উইকেট পতন। বিজয় দ্রুত ফিরলেও তামিমের সঙ্গে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের রাস্তায় রেখে আউট হয়ে যান সাকিব। তারপর মুশফিককে সঙ্গে নিয়ে ৬৮ রানের অপরাজিত জুটি গড়ে বাংলাদেশকে নিরাপদে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তামিম। ৮ উইকেটের অসাধারণ এক জয়। নতুন বছরে উড়ন্ত সূচনা হলো টাইগারদের।

সর্বশেষ খবর