মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য

নিজস্ব প্রতিবেদক

পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য। থানা হচ্ছে মানুষের আশ্রয় কেন্দ্র। যদি কেউ থানায় গিয়ে সঠিক সেবা না পান, তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। কারণ পুলিশ জনগণের কল্যাণের জন্য। পুলিশ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ। এটি প্রফেশনাল বাহিনী। যদি এখানে কেউ ক্ষমতার অপব্যবহার করে অপরাধ করেন, তবে তিনি কোনোভাবেই পার পাবেন না। গতকাল পুরান ঢাকায় আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। ডিআইজি মিজানের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি অবগত আছেন। এ ব্যাপারে একজন অতিরিক্ত আইজিপিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে যদি কারও অসততা, ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভূত কাজ করার কোনো প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত সাধারণদের উদ্দেশে তিনি বলেন, মাদক ব্যবসায়ী, জঙ্গি ও সন্ত্রাসীরা এ দেশের শত্রু, জাতির শত্রু ও সমাজের শত্রু। তাদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করুন। থানার ওসিদের উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, কোনো মানুষ যাতে থানায় গিয়ে অবহেলিত না হয়। তাদের যথাযথ সেবা দেবেন। মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন। অত্যাচার-নিপীড়ন কোনো মানুষই সহ্য করে না। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরায়েশী, যুগ্ম কমিশনার আশরাফ-উদ জামান, লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজির উদ্দিন খান।

সর্বশেষ খবর