শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হাতুরার শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড জয় টাইগারদের

মেজবাহ্-উল-হক

গালে হাত দিয়ে চন্ডিকা হাতুরাসিংহে মলিন মুখে ড্রেসিংরুমে বসে আছেন। লঙ্কান কোচের পাশে হতাশাগ্রস্ত ক্রিকেটাররা। ম্যাচ শেষে শেরেবাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দৃশ্যটি ভেসে ওঠার সঙ্গে সঙ্গে গর্জে ওঠে গ্যালারি। উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। হাতুরার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৩ রানের মধুর জয় বলে কথা! এটি তো বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা জয়। এক দিনের ক্রিকেটে এর চেয়ে বড় জয় আর পায়নি বাংলাদেশ। এর আগে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (১৬০ রানের), ২০১২ সালে খুলনায়। গতকাল শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বোনাস পয়েন্টসহ জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। লঙ্কানদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩২০ রানের পাহাড় গড়ে

মাশরাফিরা। তারপর মাত্র ১৫৭ রানেই লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দুর্দান্ত দাপট দেখিয়ে আবারাও ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ৬৩ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। বল হাতে ৪৭ রানে নিয়েছেন ৩ উইকেট। অলরাউন্ড পারফর্ম করে দারুণ খুশি সাকিব, ‘আমরা প্রথম ম্যাচের চেয়েও ভালো খেলেছি। দলের সবাই দারুণ ফর্মে। তামিম অসাধারণ ব্যাটিং করেছেন। মুশফিক দাপট দেখিয়েছেন। দলের অন্যরাও দারুণ খেলেছেন। সবার পারফরম্যান্সেই উন্নতি হয়েছে। সে কারণেই বড় জয় পেয়েছি।’ তামিম ইকবালের পর গতকাল তিন ফরম্যাটের ক্রিকেট মিলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। আগের ম্যাচের মতো কাকতালীয়ভাবে গতকালও ৮৪ রান করেছেন তামিম ইকবাল। নতুন বছরে খেলা দুই ম্যাচেই দুই হাফ সেঞ্চুরি। ৫২ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এনামুল বিজয়ের করেছেন ৩৫ রান এবং সাব্বির ও মাহমুদুল্লাহ উভয়ের স্কোর ২৪। টপ অর্ডারে টানা চারটি হাফ সেঞ্চুরি জুটিতে বড় স্কোর পায় বাংলাদেশ। প্রথম জুটিতে তামিম-এনামুল মিলে করেন ৭২ রান, দ্বিতীয় উইকেট জুটিতে সাকিবের সঙ্গে তামিমের ৯৯ রান, তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে সাকিবের ৫৭ এবং চতুর্থ জুটিতে সাব্বিরকে নিয়ে ৫০ রান করেন মুশফিক। অথচ শ্রীলঙ্কা দলে কোনো অর্ধশতক জুটি নেই। ব্যক্তিগতভাবেও হাফ সেঞ্চুরি করতে পারেননি কোনো ব্যাটসম্যান। বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কানরা। সাকিব ছাড়াও মাশরাফ ও রুবেল দুটি করে উইকেট নিয়েছেন। এমন বড় জয়ের পরও উচ্ছ্বসিত নন মাশরাফি, ‘ছেলেরা খুবই ভালো খেলেছে। আমরা ভালোভাবেই সামনে এগোচ্ছি। তবে যে কোনো জয় কিংবা হার থেকে অনেক কিছু শেখার আছে। আমরা অনেক রান করেছি কিন্তু কারও সেঞ্চুরি নেই। তামিম সেঞ্চুরি করতে পারত। সাব্বির দারুণ ব্যাটিং করেছে। সে ইনিংস শেষ করে ফিরেছে। ছয়-সাতে দারুণ ব্যাটিং করছে। তিনে সাকিব ভালো করছে। তামিমের রানের ক্ষুধা আরও বেড়েছে। বিজয়ও ভালো করছে। যেদিন টপ অর্ডাররা ৪০-৪৫ ওভারে খেলে সেদিনটা নিজের হয়ে যায়।’

 

বাংলাদেশ : ৩২০/৭ (৫০ ওভার)

শ্রীলঙ্কা : ১৫৭/১০ (৩২.২ ওভার)

বাংলাদেশ ১৬৩ রানে জয়ী

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর