শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে পানির ট্যাংক বিস্ফোরণে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে নবনির্মিত পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- আলামিন (৩০) ও জসিম উদ্দিন (২৮)। জানা গেছে, আলামিন চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীনগর গ্রামের মোরশেদ আহমেদের ছেলে। আর জসিম উদ্দিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোহাপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। গত সোমবার দুপুর আড়াইটায় বনানীর এ ব্লকের ২৩ নম্বর রোডের ৮৮ নম্বর বাড়িতে নবনির্মিত পানির ট্যাংক পরিষ্কার করতে যান ওই দুই শ্রমিক। এ সময় তারা ট্যাংকের ভিতরের সেন্টারিংয়ের কাঠ খোলার জন্য নিচে নামলে হঠাৎ বিস্ফেরণ ঘটে এবং এতে তারা দগ্ধ হন। ধারণা করা হয়, পানির ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে ওই বিস্ফোরণ ঘটে। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণে দগ্ধ আলামিনের ৯৯ এবং জসিমের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর